ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়াতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার(০২’জানুয়ারী) সকালে জেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক রোখসানা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেট আহমেদ সাদাত, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোঃ মুরাদ হোসেন, শহর সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার আবু রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা তৃণমূল পর্যন্ত জড়িত রয়েছে।
বক্তারা আরো বলেন ,কুষ্টিয়া জেলায় প্রতিবন্ধীর সংখ্যা রয়েছে প্রায় ৩২ হাজারের মতো। এদের মধ্যে প্রতিবন্ধী ভাতার জন্য জরিপ কাজ এই সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাই করে থাকেন। শুধু প্রতিবন্ধীদের নয়, মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্ক ও বিধবা ভাতাসহ নানা সমাজসেবামূলক কর্মকান্ড করে থাকে। ‘বাংলাদেশের উন্নতি তখনই হবে যখন সর্বস্তরের মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।’
অনুষ্ঠান শেষে ১৫ জনকে ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক, ৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ব্রেইল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, হাসপাতাল সমাজসেবার অধিনে রোগীর ওষুধপত্র এবং বয়ষ্ক ও বিধবা ভাতার কার্ডসহ প্রতিবন্ধীদের বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়।
পরে কুষ্টিয়া সরকারি শিশু পরিবার (বালিকা)’র শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।