বিদায় নিয়েছে ২০২০ । ২০২১ সালকে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী । সবারই একটাই প্রার্থনা নতুন বছর নিয়ে আসুক শুভ বার্তা । করোনাকে বিদায় জানিয়ে আনন্দের পরিবেশ তৈরি হোক । করোনাকে গত বছরে দুঃস্বপ্ন ভেবেই ভুলতে চাইছেন সবাই । সোশাল মিডিয়ার দুনিয়ায় ঘরে বসেই শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ।
সবার নতুন বছর ভালো কাটুক ।