সাতক্ষীরার কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন।
সোমবার (২৮’ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে পিছলাপুর গ্রাম নিজেদের সম্পত্তিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনা ঘটেছে।
সংঘর্ষে আহত হয়েছেন মুস্তাফিজুর রহমান (৩৫),রুপা খাতুন (২০),ফিরোজা বেগম (৫৫),আব্বাস আলী(৫৫)।
এ জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এর আগেও চারবার স্থায়ীভাবে মীমাংসা ও একবার থানায় মীমাংসা করা হয়েছে বলে জানা গেছে ।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আলহাজ্ব মীর খাইরুল কবির জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।