কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম ৯ হাজার ৩ শত ৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাফিজ আহমেদ খান রাজু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫ শত ৮৩ ভোট।
সোমবার (২৮’ডিসেম্বর) সকাল ৮টা থেকে একযোগে ৯টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
সন্ধ্যায় উপজেলা পরিষদের হল রুমে পৌরসভার ০৯ টি কেন্দ্রের ফলাফল পাওয়ার পর বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করা হয় ।
সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ফরিদা পারভীন ২২৭২ ভোট ,সেলিনা আক্তার ১২১৫ ভোট ও ডালিয়া খাতুন ১৪৯৮ পেয়ে নির্বাচিত হয়েছেন ।
১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান টিপু ৪৭৫ ভোট , ২ নং ওয়ার্ড কাউন্সিলর মহব্বত আলী ৮৬০ ভোট ,৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ ৯৩৫ ভোট, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম তরুন ৫৮৭ ভোট , ৫ নং ওয়ার্ড কাউন্সিলর-সেলিম হোসেন ৭৫২ ভোট , ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইমরান হোসেন ৬৯১ ভোট ,৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাশেম আলী ৫৪৬ ভোট , ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস আলী ৫০৭ ভোট , ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর-মেহেদী হাসান ২৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ।
খোকসা পৌরসভা ২০০১ সালের ২০ মার্চ ১২.৩৮ বর্গ কিলোমিটার আয়তনের ০৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়। হালনাগাদ ভোটার তালিকায় পৌরসভায় ভোটার ১৪ হাজার ৯ শত ৪০ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪ শত ৪২ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭ হাজার ৪ শত ৯৮ জন ।
এবারে খোকসা পৌরসভায় মেয়র পদে ২ জন , ৯টি ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।