কুষ্টিয়ার খোকসা পৌরসভার নির্বাচন সোমবার (২৮’ ডিসেম্বর) । এবার দলীয় প্রতীক এবং প্রথম ইভিএম পদ্ধতিতে খোকসা পৌরসভার নির্বাচন হবে। নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন গ্রহণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
এনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মোঃ তারিকুল ইসলাম, বিএনপি প্রার্থী নাফিজ আমম্মেদ খান রাজু । এছাড়া সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩১ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১০ জন।
এদিকে খোকসা পৌর নির্বাচন উপলক্ষে পৌর এলাকায় শনিবার(২৬’ডিসেম্বর) মধ্যরাত থেকে ২৯ ডিসেম্বর সকাল ৬ টা পর্যন্ত পৌর এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসেন।
এছাড়াও নির্বাচনকে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ট্রাক ও পিক-আপ চলাচল ২৭’ডিসেম্বর দিবাগত রাত ১২ টা থেকে ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২ টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারী করা হয়েছে । তবে কতিপয় জরুরী প্রয়োজনে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে (পরিচয় পত্র থাকতে হবে ) উক্ত নিষেধাজ্ঞা শিথিলযোগ্য ।