কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা’র নেতৃত্বে আলামপুর পুলিশ ফাঁড়ি নিয়ন্ত্রাধীন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর হাট পরিদর্শন পূর্বক তাহার সুযোগ্য নেতৃত্বে অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শনিবার (২৫’জুলাই) গরুর হাট পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উক্ত ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপ পরিদর্শক খালেদুর রহমান আশিক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আননূর যায়েদ সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের সহযোগিতায় নির্বিঘ্নে ক্রেতা ও বিক্রেতারা ক্রয়-বিক্রয় করছেন ।
এসময় সকলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।