নিখোঁজের প্রায় দেড় মাসেও উদ্ধার হয়নি কুষ্টিয়ার খোকসা কালীবাড়ী পাড়ার ৪ নং ওয়ার্ডের আঃ করিমের ছেলে মোঃ আশরাফুল ইসলাম(৩৭) । এ বিষয়ে নিখোঁজের বড় ভাই মোঃ শরিফুল আলম খোকসা থানায় একটি জিডি করেছে । যার নং-১১২১ তারিখ-২২.১১.২০২০ । পুলিশ বলছে প্রযুক্তি ব্যবহার করে খোঁজ করা হচ্ছে ।
সাধারণ ডায়েরী ও পরিবার সুত্রে জানা যায় , আশরাফুল গত ১৬.১১.২০২০ ইং তারিখে রাত আনুমানিক সাড়ে ১০টার সময় তার নিজ বাড়ী হতে কাউকে কিছু না বলে সকলের অগচরে কোথাও চলে যায় । পরবর্তীতে আর বাড়িতে ফিরে আসে নাই ।
নিখোঁজ আশরাফুল ‘স’ মিলে মিস্ত্রির কাজ করতো ।
এবিষয়ে আশরাফুলের স্ত্রী-সন্তানসহ পরিবারে সকলে দুঃচিন্তায় আছে । নিখোঁজ আশরাফুলের উপার্জনে চলতো তার স্ত্রী ও ৩সন্তানের পরিবার ।
আশরাফুলের পরিবারের লোকজন তাকে দীর্ঘদিন না পেয়ে পাগল প্রায় ।
সন্ধান পেলে আপনাদের নিকতস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছেন নিখোঁজের স্ত্রী জুলেখা।
নিখোঁজ আশরাফুলের পরিবারের মোবাইল নং-০১৭৭৭-৫৯৯৩৮৭.