কুষ্টিয়ার কুমারখালীতে শুক্রবার (২৫’ডিসেম্বর) বেলা ১১টায় যুব জোট কুমারখালী কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে ।
কুমারখালী যুব জোটের সভাপতি মহব্বত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জাসদ ও কুষ্টিয়া জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জয়দেব বিশ্বাস ।
প্রধান বক্তা ছিলেন জাতীয় যুব জোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ্ হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জাসদের যুগ্নসাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল , প্রচার সম্পাদক এস এম জামান , জাসদ নেতা ইসমাইল হোসেনসহ যুব জোটের ইউনিয়ন নেতৃবৃন্দ ও জাসদের নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট জয়দেব বিশ্বাস-জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে জংগী-সন্ত্রাস-ঘুষ-দুর্নীতি-সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।