সাতক্ষীরার কলারোয়ায় প্রার্থনা,কেক কাটা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু যীশু খ্রীষ্টের জন্মদিন উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার ( ২৫’ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১১ টায় বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিন উৎসব। আলোক সজ্জায় সজ্জিত করা হয় ক্যাথেলিক প্রাঙ্গণ।
এছাড়াও কলারোয়ায় বারোটি গ্রামের খ্রিস্টান পাড়াগুলোতে ক্যাথেলিকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বড় দিন উপলক্ষে গির্জা ও ক্যাথেলিকে নিরাপত্তা জোরদার করে কলারোয়া থানা পুলিশ।
সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়। শেষে বিশেষ ভোজে লিপ্ত থাকা, শুভেচ্ছা বিনিময়, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে উপহার বিনিময়সহ নানা কর্মসুচির মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়।