বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট’র নির্দেশনা মোতাবেক শুক্রবার (২৫’ডিসেম্বর) শেরপুর উপজেলার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।
এসময় ২০২০ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় অর্থদন্ড প্রদান করা হয়। ।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন শেরপুর থানা পুলিশ ।
এছাড়াও জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।