কুষ্টিয়ার কুমারখালী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামী যুবলীগ নেতা আনিচুর ও তার দুই সহযোগী সবুজ ও হৃদয়কে ৭দিনের রিমান্ড চেয়ে ১৯ ডিসেম্বর আবেদন করে পুলিশ। ২০ ডিসেম্বর শুনানি শেষে ৩ আসামীর তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
এরপরের দিন ৩ আসামীর রিমান্ড বাতিল চেয়ে বিজ্ঞ আদালতে রিভিশন পিটিশন দাখিল করে আসামী পক্ষের আইনজীবিরা।
বৃহস্পতিবার(২৪’ডিসেম্বর) দুপুরে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক তারেক আজিজ পূর্বে দেওয়া আসামী পক্ষের তিন দিনের রিমান্ড আদেশ বহাল রাখেন।
কুষ্টিয়া জজ কোর্টে পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী রিমান্ড আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৮ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালীর কয়ায় স্থাপিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় পরের দিন কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুন অর রশিদ বাদি বিশেষ ক্ষমতা আইনে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। পরে এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান ও তার দুই সহযোগী হৃদয় আহম্মেদ ও সুবজ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।