কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচন কনকনে শীতেও থেমে নেই নির্বাচনী প্রচারণা। সম্প্রতি কুষ্টিয়াতে জেঁকে বসেছে শীত। কনকনে এই শীতে বিরাজ করছে নির্বাচনী উৎসব মুখর পরিবেশ। প্রার্থীদের প্রচার প্রচারনা ও ভোটারদের উল্লাসে নির্বাচনি এলাকা জুড়ে যোগ হয়েছে এক নতুন মাত্রা।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর খোকসা পৌর নির্বাচন । ভোট গ্রহন করা হবে ইভিএম এর মাধ্যমে ।
কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯ শত ৪০ জন ।
এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪ শত ৪২ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭ হাজার ৪ শত ৯৮ জন ।
১ নং ওয়ার্ডঃ ভোট কেন্দ্রের নামঃ কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ,কাদিরপুর,খোকসা । এই কেন্দ্রে মোট ভোটারঃ ১৬০১ জন ।
২ নং ওয়ার্ডঃ আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসা,খোকসা মাঠ পাড়া,খোকসা । এই কেন্দ্রে মোট ভোটারঃ ১৯১৫ জন ।
৩ নং ওয়ার্ডঃ খোকসা সরকারি ডিগ্রি কলেজ ,চরপাড়া, খোকসা । এই কেন্দ্রে মোট ভোটারঃ ১৮৯৫ জন ।
৪ নং ওয়ার্ডঃ খোকসা পৌর ভবন ,কালীবাড়ীপাড়া ,খোকসা । এই কেন্দ্রে মোট ভোটারঃ ১৪৫৮ জন ।
৫ নং ওয়ার্ডঃ খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় , খোকসা । এই কেন্দ্রে মোট ভোটারঃ ১৫৫২ জন ।
৬ নং ওয়ার্ডঃ খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ,খোকসা । এই কেন্দ্রে মোট ভোটারঃ ১৬৪৮ জন ।
৭ নং ওয়ার্ডঃ খোকসা জানিপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় , খোকসা । এই কেন্দ্রে মোট ভোটারঃ ১২৯২ জন।
৮ নং ওয়ার্ডঃ কফিরুন্নেছা ঈদগাহ পাড়া শাহী তালেমুল কোরআন মাদ্রাসা , খোকসা । এই কেন্দ্রে মোট ভোটারঃ ১৯৬২ জন ।
৯ নং ওয়ার্ডঃ কমলাপুর রুমি সরকারি প্রাথমিক বিদ্যালয় ,খোকসা । এই কেন্দ্রে মোট ভোটারঃ ১৬১৭ জন ।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পৌর নির্বাচনে মোট ০৯ টি ভোট কেন্দ্রের ০৬ টি কেন্দ্রই ঝুঁকি পুর্ণ । ঝুঁকি পূর্ণ কেন্দ্র হলো , ১ ,২ , ৪, ৭ ,৮ ও ৯ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ।
তিনি আরও জানান ,পৌর নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে ,মোট ০৯ টি ভোট কেন্দ্রের ৪৭ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে । এর মধ্যে ৪৫ টি স্থায়ী ভোট কক্ষ এবং অস্থায়ী ভোট কক্ষ ০২ টি ।