কুষ্টিয়ার কুমারখালীতে কয়া মহাবিদ্যালয়ের সামনে স্থাপিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার সদ্য বহিষ্কৃত যুবলীগ নেতা আনিসসহ ৩ আসামির ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
সোমবার (২১’ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট কুমারখালী আমলী আদালতের বিচারক সেলিনা খাতুন এ আদেশ দেন।
রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করেন এ্যাড. জয়দেব বিশ্বাস ও কোর্ট ইনেস্পেক্টর রেজাউল করিম । আসামী পক্ষের মামলা পরিচালনা করেন এ্যাড. আবু সাইদ ও এ্যাড. আব্দুল হালিমসহ আরো অনেকে ।
এর আগে, সকালে ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, যুবলীগ কর্মী সবুজ হোসেন ও হৃদয় আহমেদকে আদালতে হাজির করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হলে, শুনানি শেষে বিচারক তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে কয়া মহাবিদ্যালয়ের সামনে স্থাপিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যের সামনে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সভা করেছে। তারা বাঘা অংশ যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় নিন্দা জানান। হামলাকারী যে দলেরই হোক না কেন, দ্রুত তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।
উল্লেক্ষ্য , বৃহস্পতিবার (১৭’ডিসেম্বর) রাতের কোন এক সময় বাঘা যতীনের ভাস্কর্যের নাক ও ডান গালের কিছু অংশ ভেঙে ফেলে দূর্বত্তরা ।
শুক্রবার (১৮’ডিসেম্বর) সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাতেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ।