বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন স্থানে রবিবার(২০’ডিসেম্বর) স্বাস্থ্যবিধির উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।
এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে ২৬০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য লোকজনকে অনুরোধ করা হয়।
মোবাইল কোর্ট চলাকালীন সার্বিক সহযোগিতা প্রদান করে শেরপুর থানা পুলিশ ।