কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শেষ সময়ে জমে উঠেছে প্রচার-প্রচারণা ।
এই প্রথম আগামী ২৮ ডিসেম্বর কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভা নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাতের অন্ধকারেও প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা যার যার মতো করে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তবে যে প্রার্থীই নির্বাচিত হোক না কেনো শান্তিতে থাকতে চান এমন প্রত্যাশাই এলাকাবাসীর ।
তবে নতুন পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে ভোটারদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচন কমিশন বলছেন ইভিএম বিষয়ে ভোটারদের সঠিক ধারণাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মোড়ে মোড়ে প্রজেক্টটরের মাধ্যমে দেখানো হবে ইভিএম এর মাধ্যমে ভোট দেয়ার পদ্ধতি।
সারা দেশে পৌরসভায় কয়েক ধাপে ভোট করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের অংশ হিসেবে ২৮ ডিসেম্বরে এই ভোট গ্রহণ করা হবে।
পৌর নির্বাচন ঘিরে ইতোমধ্যে সরগরম তৃণমূলের রাজনীতিও। ভোট সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
প্রার্থীরা পোস্টার-ব্যানারের পাশাপাশি অনলাইনেও চালাচ্ছেন প্রচার-প্রচারণা। নিজেদের অবস্থান জানান দিতে দিচ্ছেন মহড়াও।
তবে সাধারণ মানুষ বলছেন, ত্যাগী ও যোগ্য প্রার্থীদের জয়ী করবো। প্রার্থীরা যেসব প্রতীকের জন্য একাধিক দাবিদার ছিলেন সে ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বণ্টন করা হয়েছে।
খোকসা পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা মোট- ১৪ হাজার ৯ শত ৪০ জন । পুরুষ ভোটার ৭ হাজার ৪ শত ৪২ জন, মহিলা ভোটার সংখ্যা ৭ হাজার ৪ শত ৯৮ জন। ওয়ার্ড সংখ্যা-০৯, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা-০৩ ।
এবারে পৌর নির্বাচনে মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে প্রথম ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন আসার কথা নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত খোকসা পৌর নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রথম ধাপে ৭০ টি (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ও সরঞ্জাম খোকসা এসে পৌঁছেছে।