সাতক্ষীরার কলারোয়াতে অভিযান চালিয়ে এক চিহ্নিত মাদকসেবীকে গ্রেফতার ও মোবাইল কোর্টে সাজা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি) ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর- সাতক্ষীরা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৩ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( সাতক্ষীরা) এর সাব ইন্সপেক্টর বিজয় কুমারের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার গোপীনাথ পুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের রমজান আলীর পুত্র ও স্থানীয় বাজার কমিটির সেক্রেটারি আলী হোসেনের ভাই আলতাফ হোসেন ( ৩৫) কে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয় ।
এ সময় চিহ্নিত মাদক সেবী আলতাফকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার সাব ইন্সপেক্টর বিজয় কুমার ।