দৈনিক সময়ের কাগজের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার খোকসাতে মঙ্গলবার (১৫’ডিসেম্বর) খোকসা প্রেস ক্লাবে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে ।
দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার ,জিবাংলা টেলিভিশন প্রতিনিধি ও খোকসা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি পুলক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলার রূপকথা’র সম্পাদক মন্ডলীর সভাপতি এ্যাড. জয়দেব বিশ্বাস ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,খোকসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবিন, যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান , জিবাংলা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও খোকসা অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি নোবাজ্জেল হোসেন ।
বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিক হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন , সাংবাদিক বিকাশ সরকার , খোকসা উপজেলা বলাকার সাধারণ সম্পাদক আবির হোসেন আফজাল প্রমুখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন ,খোকসা থানার অপারেশন অফিসার সহ থানার অনান্য অফিসারগণ ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ।