কোভিড-১৯ প্রতিরোধকল্পে সরকারের মাস্ক ব্যবহার সংক্রান্ত “নো মাস্ক, নো সার্ভিস” অনুশাসন বাস্তবায়ন করতে বৃহষ্পতিবার (১০’ডিসেম্বর) বগুড়ার শেরপুরের দশ মাইল বাজার, গাড়িদহ ব্রিজবাজার, গাড়িদহ স্টান্ড বাজার, হাটগাড়ি বাজার গোসাইবাড়ি বটতলা বাজার এলাকায় মাইকিংসহ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। অভিযানে শেরপুর থানা-পুলিশ এবং আনসার সদস্যগণ সহায়তা করেন ।
এসময় ক্রেতা-বিক্রেতা, বাস-ট্রাক-সিএনজি শ্রমিক-যাত্রীদের মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়। মাইকিং করে সচেতন করা হয়। এরপরও মাস্ক না পরার অপরাধে ০৭ জনকে মোট ১,২০০/- টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। ।
অপরদিকে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মাস্ক পরিধান না করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ এ ২ টি মামলায় ৪০০/- টাকা জরিমানা করা হয়। নির্বাচন চলাকালীন যানবাহনের ( মটরসাইকেল, ট্রাক, পিকআপ) এর উপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ এ ১৩ টি মামলায় ২৪০০/- টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ২২ টি মামলায় ২২ জনকে মোট ৪,২০০/ টাকা জরিমানা করা হয়
জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা ।