সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল ও নছিমের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে এক কলেজ পড়ুয়া ছাত্র ।
বৃহস্পতিবার (১০’ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রায়টা-কুশোডাঙ্গা রোড়ে এ দূর্ঘটনাটি ঘটেছে ।
প্রক্ষ্যদর্শীরা জানান, নতুন একটি অ্যাপাচি মোটর বাইক নিয়ে দ্রুতগতিতে রায়টা টু কুশোডাঙ্গা রোড়ে যাচ্ছিলো দুই যুবক। পথিমধ্যে অপরদিক থেকে আসা দ্রত গতির একটি নছিমনের তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনায় স্থানে মোটর সাইকেল চালকসহ দুইজন মাটিতে আচড়ে পড়ে। পরে তাদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে কর্তব্যরত চিকৎসকরা উপজেলার রায়টা বিশ্বাস পাড়া এলাকার আব্দুল খালেকের মাদরাসা পড়ুয়া ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭) কে মৃত্যু ঘোষনা করেন।
এসময় তার সাথে থাকা আহত অপর বন্ধু উপজেলার মেহমানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (২০) কে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় রেফার করেন। এঘটনার পরে ঘাতক নছিমন চালক ঘটনা স্থান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে খবর পেলে সন্ধ্যায় কলারোয়া থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন।