বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট’র নির্দেশনা মোতাবেক বুধবার (০৯’ডিসেম্বর) শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে “বাঙ্গালি নদী রক্ষায় ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন ।
এ সময়”বাঙ্গালি নদী রক্ষায় ও অবৈধভাবে মাটি কাটার অপরাধে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুসারে এক লক্ষ (১,০০০০০/-) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর ও দুইটি মাটি টানায় ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন শেরপুর থানা পুলিশ ।
জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে বলে জানানো হয়েছে ।