কুয়াশার চাদরে ঢাকা কুষ্টিয়াবাসী। ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে দূর-পাল্লার যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশায় শীতের মাত্রাও বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ।
শীত মৌসুম শুরুর পর সবচেয়ে বেশি কুয়াশা দেখা যাচ্ছে গত কাল থেকে। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই কুয়াশার সঙ্গে রাতে শীতের তীব্রতা বেড়ে যায়। রাত গভীরের সাথে সাথে কুয়াশা অন্ধকারে পরিণত হচ্ছে। কয়েক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। সকালে খেটে খাওয়া মানুষের জবন ও জীবিকার তাগিদে প্রচন্ড কুয়াশা ও শীত উপেক্ষা করে ঘর থেকে বের হতে হচ্ছে। কিন্তু কাজ না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষ।
কৃষকরা চেষ্টা করছে তাদের গৃহপালিত গরু-ছাগলকে চটের তৈরি জামা দিয়ে শীতের হাত থেকে রক্ষা করতে। শীত বাড়ার সঙ্গে পিঠার কদর বেড়ে গেছে। সকাল-সন্ধ্যা শহরের বিভিন্ন এলাকায় ভাপা-চিতইসহ হরেক রকম পিঠার পসরা নিয়ে বসছে নারী ও পুরুষ।
এদিকে জেলা-উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে দুস্থ ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার স্বরূপ কম্বল বিতরণ শুরু করেছে বলে জানা গেছে।