কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারাদেশে চলছে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। তারই সুবাদে সোমবার (০৭’ডিসেম্বর) সকাল ১১ টার সময় কলারোয়া উপজেলার খাদ্য গোডাউন মোড় সংলগ্নে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে যশোর সাতক্ষীরা মহাসড়কে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কলারোয়া উপজেলা কমান্ড এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহবায়ক মৌসুমী জেরিন কান্তা।
উক্ত মানববন্ধনে অন্যআন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম,কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, বিএম নজরুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) আক্তারুজ্জামান উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা প্রাক্তন সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী,বীর মুক্তিযোদ্ধা শেখ তৌফিকুর রহমানসহ কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীরা।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি একটি মহল স্বাধীনতাবিরোধী শক্তি আবারও মাথাচাঁড়া দিয়ে উঠেছে। যারা দেশকে অশান্তির আগুনে একাত্তরের মতো আবারো বিরূপ পরিস্থিতির তৈরি করার জন্য পায়তারা করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর তারই বহিঃপ্রকাশ। উক্ত ঘটনায় জড়িতদেরকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে।