সাতক্ষীরার কলারোয়াতে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস-২০’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২’ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
প্রধান আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বি,এম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন, শিক্ষাবীদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক এম,এ ফারুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, গোলাম মোস্তফা, আবুল হোসেন, সৈয়দ আলী, থানার এসআই রেজাউল হোসেন, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান প্রমূখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কলারোয়া প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক সহ-অধ্যাপক এমএ কালাম, রিপোটার্স ক্লাব সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, জাতীয় পার্টি নেতা মুনছুর আলী, প্রধান শিক্ষক আ:রব, সংগীত শিল্পী শিলা রানী হালদার,প্রকৌশলী ওয়াজিহুর রহমান, সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেন, পরিসংখ্যণ অফিস কর্মকর্তা দীপা রানী, সাংবাদিক সহকারি অধ্যাপক আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, জুলফিকার আলী, সরদার জিল্লুর রহমান, নাজমুল হক, সেলিম খান, তরিকুল ইসলাম, মোহাম্মদ রাজুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।