সমালোচনা কবিতার লেখক রাশেদ হাসান রিয়াজ
পিঁড়েয় বসে অলসবাবু
নেইতো কোনো কর্ম,
অন্যজনের ভুল ধরবে
এটাই তার ধর্ম।
এটা কেন করলো ব্যাটা
ওটা কেন নয়,
দেশটা এবার রসাতলে গেল
চরম অবক্ষয়!
সঠিক কাজ করেও তাই
সমালোচনা শুনে,
তবে কি ভুল করছি?
সংশয় জাগে মনে।
কর্ম দিয়ে জীবন গড়ে
কর্মেই পরিচয়,
কর্ম দিয়েই স্মরণীয় মানুষ
অন্য কিছুতে নয়।
ধরণী শোভিতে মানব কল্যাণে
অদম্য অভিযাত্রীগণ,
সমালোচনা ডিঙিয়ে মহৎ কর্মে
নিবিষ্ট করো মন।
লেখকঃ