করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে সরকারের নির্দেশনা মোতাবেক বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকল্পে সোমবার ( ৩০’নভেম্বর ) বগুড়ার শেরপুর উপজেলার জনবহুল বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা, মাইকিং এবং জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে শেরপুর উপজেলা প্রশাসন।
এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ।
উপজেলার গাড়িদহ ইউনিয়নের জামতলা, হাপুনিয়া স্ট্যান্ড বাজার, গোসাইবাড়ি বটতলা বাজার, বনমরিচা বটতলা বাজার, পুন্নাতলা এবং কলেজ রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে ।
উক্ত অভিযানকালে মাস্ক না পরার অপরাধে ৭জনকে ১০৫০/- টাকা , ঔষুধের লাইসেন্স ছাড়াই ফার্মেসি পরিচালনা করায় ১ জনকে ৫০০/- টাকাসহ মোট ৮জনকে সর্বমোট ১৫৫০/- জরিমানা করা হয়।
এসময় জনস্বার্থে ও জণকল্যাণে উপজেলা প্রশাসনের প্রচারাভিযান এবং মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে ।