করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর “নো মাস্ক, নো সার্ভিস” অনুশাসন বাস্তবায়নে রবিবার ( ২৯’নভেম্বর ) বগুড়ার শেরপুরের ঢাকা বাসস্ট্যান্ড, করতোয়া বাসস্ট্যান্ড এবং ধুনট মোড় এবং রণবীরবালা মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো লিয়াকত আলী সেখ। শেরপুর থানা পুলিশ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পুশাসের সদস্যগণ অভিযানে সহায়তা করে।
এসময় বাস-ট্রাক-সিএনজি শ্রমিক-যাত্রীদের মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়। বাসের টিকিট কাউন্টারগুলোতে “নো মাস্ক, নো এনট্রি”, “নো মাস্ক, নো সার্ভিস” সম্বলিত সাইনবোর্ড প্রদর্শন নিশ্চিত করা হয়। এ সময় মাস্ক না পরার অপরাধে ১৪ জনকে মোট ২,৩০০/- জরিমানা করা হয়।
এছাড়াও জনস্বার্থে এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকা জানানো হয়েছে ।