কুষ্টিয়ার খোকসা গুরুকুল অফিসে সুফিফারুকের জন্মদিন উদযাপন করেছেন খোকসা গুরুকুল অফিসের কর্মীরা ।
জানা যায় ব্যক্তিগত জীবনে সুফি ফারুক একাডেমিক লেখাপড়া বলতে তিনি কম্পিউটার এপ্লিকেশন বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি এনআইআইটি থেকে নেটওয়ার্ক সেন্ট্রিক প্রোগ্রামিং বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন করেন। পাশাপাশি তিনি MCA, CCNA, ITIL, CPISI, MCP, CDCP, CITM আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জন করেন।
সুফি ফারুক একাডেমিক ও পেশাদারী লেখাপড়ার পাশাপাশি তিনি ইতিহাস, ধর্ম, সংস্কৃতি বিষয়ে বিস্তারিত লেখাপড়া করেছেন যা তার লেখালেখি ও টক শো দেখলে বোঝা যায়। তিনি সঙ্গীত বিষয়ে বাংলাদেশের সর্ববৃহৎ শাস্ত্রীয় সঙ্গীত উৎসব উপলক্ষে প্রকাশিত পত্রিকায় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে নিয়মিত লিখেছেন। তার “গান খেকো” ব্লগটি শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী রেফারেন্স। তার প্রথম প্রকাশিত বই আএসপি সেটআপ ম্যানুয়াল। ২০০৪ সালে প্রকাশিত এই বইটি বাংলাদেশের বিভিন্ন সরকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বই হিসেবে ব্যবহৃত হবার পাশাপাশি সাউথ এশিয়ার নেটওয়ার্কিং বিষয়ক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়েছে।
তিনি ১৯৯৯ সাল থেকে তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে দেশের স্বনামধন্য বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করে আসছেন। তিনি তথ্য প্রযুক্তি নিরাপত্তা বিষয়ে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন। তিনি দেশে বিদেশে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন। এছাড়া পেশাজীবি ও উদ্যোক্তা বিষয়ে রয়েছে তার অসংখ্য লেখনি ও বক্তৃতা।
এছাড়াও সুফি ফারুক গুরুকুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, ঢাকা, রাজবাড়ি, খোকসা, কুমারখালী এবং কুষ্ঠিয়াতে রয়েছে গুরুকুলের শাখা।