১৯৯০ এর ছাত্র গণঅভুর্থানে অন্যতম নেতা ও সংগঠক তৎকালীন বি এম এর যুগ্ন মহাসচিব জাসদ নেতা ডাঃ মিলনকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের লেলিয়ে দেয়া ঘাতক বাহিনীর বুলেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি চত্বরে রাজ পথে নির্মম ভাবে হত্যা করা হয় । ডাঃ মিলনের মৃত্যুর পর স্বৈরাচার বিরোধী আন্দোলন ত্বরান্বিত হয় ।
শুক্রবার(২৭’নভেম্বর) জাসদ কুষ্টিয়ার কুমারখালী শাখার পক্ষ থেকে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন , জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন , কুমারখালী শাখার সাধারন সম্পাদক এ্যাড. জয়দেব বিশ্বাস যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান কামাল , সাংগাঠনিক সম্পাদক ও যুব জোট নেতা মহব্বত আলী ,দপ্তর সম্পাদক আব্দুল মালেক , কুষ্টিয়া সদর উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মীর রিসান , জাসদ ছাত্রলীগের সদস্য মোঃ সালেহিন সহ আনান্যরা ।
এসময় জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন বলেন , ডাঃ মিলন’র জীবন প্রদীপ নিভে দিলেও তার মৃত্যুতে স্বৈরাচার এরশাদের ৯ বছরের দুশাসনের কফিনে শেষ পেড়াক ঢুকিয়ে দেয়া হয় এবং এটার মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে ।