কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার) এর দিকনির্দেশনায়, কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক এবং ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামিকেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (২৭’নভেম্বর) দুপুর ১২ টার দিকে আসামিদের কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে কুমারখালী থানা সুত্রে জানা গেছে ।
ধর্ষণ মামলার আসামি ১). মাহমুদুল্লাহ রিয়াদ ওরফে সলক(১৫), পিতা- মোঃ সাজেদুল্লাহ, সাং- ঘোষপুর, কুমারখালী।
ওয়ারেন্টভুক্ত আসামি- ১). রিকাত প্রামাণিক ( ৪৫), পিতা- মৃত আবুল প্রামাণিক, সাং- আড়ুয়াবাধা, কুমারখালী, ২). মোঃ আল আমিন (৩২), পিতা- মৃত আবুল প্রামাণিক, সাং- আড়ুয়াবাধা, কুমারখালী, ৩). জামাল প্রামাণিক ওরফে জামাল (৫০), পিতা- মৃত আবুল প্রামাণিক, সাং- আড়ুয়াবাধা, কুমারখালী ৪). মোঃ আবুল কাদের (৩২), পিতা- মোঃ ইসমাইল শেখ, সাং- আড়ুয়াবাধা, কুমারখালী , ৫). মোঃ নজরুল ইসলাম ওরফে নজো (৪০), পিতা- মৃত জলিল শেখ ওরফে জলা, সাং- দুধকুমড়া মধ্যপাড়া, কুমারখালী । ৬). মোঃ সুরুজ আলী (৩২), পিতা- মোঃ খেজমত আলী, সাং- সাওতা উত্তর পাড়া, কুমারখালী, ৭). মোঃ রেজাউল ইসলাম, পিতা- মৃত মনছুর আলী শেখ, সাং- দুধকুমড়া মধ্যপাড়া, কুমারখালী । ৮). মোঃ মতিয়ার রহমান (৪০), পিতা- মৃত কিয়ামউদ্দিন শেখ, সাং- দুধকুমড়া মধ্যপাড়া, কুমারখালী ।
এসময় দৈনিক বাংলার রূপকথাকে কুমারখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মজিবুর রহমান বলেন , জনস্বার্থে ও আইন শৃংখলা রক্ষার্থে থানা এলাকায় এমন অভিযান অব্যাহত হাকবে ।