করোনাভাইরাস এর দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ তথা Second Wave থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর “নো মাস্ক, নো সার্ভিস” অনুশাসন বাস্তবায়ন করতে বৃহস্পতিবার (২৬’নভেম্বর) সাতক্ষীরার কলারোয়া উপজেলার জনবহুল বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক প্রচারণা, মাইকিং এবং মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট “মৌসুমি জেরিন কান্তা” এই অভিযান পরিচালনা করেন।
কলারোয়া থানা পুলিশ এই অভিযানে সহয়তা করেন।
এসময় মোবাইল কোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় মাস্ক ব্যবহার নিশ্চত করনে পরিচালিত মোবাইল কোর্টে মাস্ক না পরার অপরাধে ৭টি মামলায় ১১ জনকে ২৩০০ টাকা জরিমানা করা হয় । এছাড়াও মাইকিংযোগে মাস্ক পরতে জনসাধারণকে উদ্ধুদ্ধ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট “মৌসুমি জেরিন কান্তা” বলেন , জনস্বার্থে ও জণকল্যাণে উপজেলা প্রশাসনের অভিযান এবং মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।