সামনে ২৮ ডিসেম্বর কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন প্রত্যাশার পাশাপাশি সাধারণ মানুষের কাছে প্রার্থিতার খবর পৌঁছে দিতে কাজ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
সেক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে নেমেছেন ।
প্রার্থীদের পাশাপাশি চায়ের দোকানগুলোতেও শুরু হয়েছে নির্বাচনী আলাপ-আলোচনা। অনেকেই কষতে শুরু করেছেন চাওয়া-পাওয়ার হিসাব। নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও। প্রার্থীদের রঙিন পোস্টার, ব্যানার ও ফেস্টুন দেখা যাচ্ছে পৌরসভার মোড়ে মোড়ে, হাটে-বাজারে।
আগামী পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের প্রত্যাশায় ইতোমধ্যে নানামুখী তৎপরতা শুরু করেছেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার বর্তমান মেয়র তারিকুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আল মাসুম মুর্শেদ শান্ত ।
ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থী থাকলেও বিএনপির একক প্রার্থী হওয়ায় শক্ত অবস্থানে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু।
প্রার্থীরা বলছেন , নির্বাচনে মেয়র নির্বাচিত হলে খোকসা পৌরসভার উন্নয়নে নিজেকে উজাড় করে দেব ,নির্বাচিত হলে খোকসাকে মডেল পৌরসভায় পরিণত করবো।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে , ১৯ নভেম্বর-২০২০পর্যন্ত হালনাগাদ অনুযায়ী খোকসা পৌর নির্বাচনে মোট ভোটার ১৪ হাজার ৯ শত ৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪ শত ৪২ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৪ শত ৯৮ জন ৷ পৌরসভা নির্বাচনে ৯ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৪৭ টি ভোট কক্ষে ইভিএম এর মধ্যমে ভোট গ্রহণ করা হবে।