সাতক্ষীরার কলারোয়াতে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২৪’নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ডাক্তার গাজী আসিক বাহার, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারী শিক্ষা অফিসার শোভা রানী রায়, প্রধান শিক্ষক আ: রব, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও: বজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি দীপক শেঠ, সাবেক ইউপি চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এমএ কালাম, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাশেদুল হাসান কামরুল, মাস্টার উত্তম কুমার চৌধুরী, কিশোর কুমার,আনিছুর রহমান ও আহসান হাবিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিবৃন্দ।
সভায় করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে সভায় আগামী ৯ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বল্প পরিসরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানানো হয়েছে ।