কুষ্টিয়ার কুমারখালী মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ১টি মামলায় ১ জনকে মোট ৫০০/- টাকা এবং দণ্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারায় ৮ টি মামলায় ১৩ জনকে ৩৩০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মঙ্গলবার (২৪’নভেম্বর) কুমারখালী উপজেলা পরিষদ, পৌরসভার বিভিন্ন এলাকা এবং বাসস্ট্যান্ডে এই অভিযান পরিচালত হয় ।
এছাড়াও একটি দোকানে মাস্ক অধিক দামে বিক্রয় করায় তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
কুমারখালী থানা পুলিশ, পেশকার এবং অফিসের স্টাফ মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান বলেন , যতক্ষণ বাইরে আছেন, আবশ্যিক মাস্ক ব্যবহার করুন। মাস্ককে পোশাকের অংশ বিবেচনা করতে হবে। মাস্ক না থাকলে তার কাছে কোন দোকানদার কিছু বিক্রি করবেন না, কোন অফিসে সেবা পাওয়া যাবে না।
তিনি আরও বলেন,জনকল্যাণে ও জনসচেতনতায় মোবাইল কোর্টের এমন অভিযান অব্যাহত থাকবে।