জেলা প্রশাসক, বগুড়া মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার ( ২৩ ‘জুলাই) সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার ফুলবাড়ি বাজার, আমতলি বাজার ও খামারকান্দি বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ লিয়াকত আলী সেখ।
এসময় মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি না মানায় তিনি ৫ জনকে ২২০০ টাকা জরিমানা করেন।
তিনি উপস্থিত লোকজনকে মাস্ক পরে ঘরের বাইরে আসার জন্য অনুরোধ জানান। এছাড়া তিনি ইজারাদারকে নিম্নোক্ত বিষয়গুলো কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশনা দেন ।
১। মাস্ক ছাড়া বয়স্ক ও শিশু এবং অসুস্থ্য ব্যক্তিকে হাটে প্রবেশ করতে দেওয়া যাবে না।
২। সকলকে মাস্ক পরিধান করতে হবে।
৩। হাটের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজারসহ হাত ধোঁয়ার ব্যবস্থা রাখতে হবে।
৪। ৭ ফুট দূরে দূরে গরু দাড় করাতে হবে।
৫। ক্রেতা-বিক্রেতার মাঝে কমপক্ষে ৩ ফুট দুরত্ব বজায় রাখতে হবে।
৬। হাট চলাকালিন সময়ে মাইকে সচেতনতামূলক বিভিন্ন বিষয় অনবরত প্রচার করতে হবে।
অপরদিকে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন বারদুয়ারি কোরবানীর পশুর হাট ও রানীরহাট সরেজমিন পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি জনাব জামশেদ আলাম রানা।
এসময় তিনি উপস্থিত ক্রেতা বিক্রেতা স্বাস্থ্য বিধি-মেনে কোরবানির পশু কেনা বেচা করছেন কিনা ; তা পর্যবেক্ষণ করেন এবং সমবেত লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। মাস্ক না পরায় তিনি ৮ জনকে ৯০০ টাকা জরিমানা করেন।
সবমিলিয়ে আজ ১৩ জনকে ৩১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে শেরপুর থানা পুলিশ সহযোগিতা করেন।