সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শব্দ দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান পরিচালনা করেছে কলারোয়া থানা পুলিশ।
বুধবার (১৮’নভেন্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত সাতক্ষীরা-যশোর সড়কের শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনে এ অভিযানে ২শত গাড়ীতে অভিযান চালিয়ে ছোট-বড় বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ প্রায় অর্ধশতাধিক গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়।
এসময় কলারোয়া থানার সেকেন্ড অফিসার এস আই রাজ কিশোর পরিচালনায় থানার অফিসার এস আই রন্জন কুমার ও এস আই মহতাব ও এ এস আই আলাউদ্দিন,এ এস আই সোহেল সংগীয় ফোর্স উক্ত অভিযান চালান।
কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবির জানান, শব্দ দূষণ প্রতিরোধে গাড়ি থেকে এই ধরণের হর্ন অপসারণ করা হয়েছে ৷ জনস্বার্থে আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।