কুষ্টিয়ায় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে ২৫ মহিলা জামায়াত কর্মীকে আটক করেছে ইবি থানা পুলিশ।
ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান রতন এর নেতৃত্বে এস আই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজার মসজিদের পাশ এলাকা থেকে গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছেন ,এসময় ঝাউদিয়ার সহিদ এর স্ত্রী ইউনিয়ন মহিলা জামায়াতের আমির সাজেদা বেগম ও ঝাউদিয়া মসজিদের ইমাম মোকাররম হোসেন এর স্ত্রী সুরাইয়া বেগমসহ, মজনুর স্ত্রী আছিয়া, জিকোর স্ত্রী শেফালী, মশিউর চৌধুরীর স্ত্রী জান্নাতুল, আরিফুল ইসলামের স্ত্রী ইসমত আরা, মুরাদ হোসেন এর স্ত্রী পারভিন, শফিকুল ইসলামের স্ত্রী নাজমুন নাহার, লাবু খানের স্ত্রী জরিনা খাতুন, জাহাঙ্গীর এর স্ত্রী নার্গিস, আব্দুর রহমানের স্ত্রী হাজেরা খাতুন, জালাল মোল্লার স্ত্রী নাজিরা খাতুন, আবু বক্কর এর স্ত্রী ডলি খাতুন, মৃত সাত্তার এর স্ত্রী হাজেরা খাতুন, মৃত শিলা মন্ডল এর স্ত্রী জোসনা, আক্কাস আলীর স্ত্রী বিজলি, গোলাপ মণ্ডলের স্ত্রী হাশিয়া ও জালালের স্ত্রী শিলা।
বিষয়টি নিশ্চিত করে ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান রতন জানান , করোনা কালীন সময়ে কোন জনসংযোগের উপর নিষেধাজ্ঞা থাকলেও গোপনে এই মহিলার জামায়াত নেতাকর্মীরা বিভিন্ন নাশকতার উদ্দেশ্যে এইসব গোপন বৈঠক করছে বলে অভিযোগ রয়েছে । তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।