কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ভূমি অফিসে গোলঘর নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও সোহেল মারুফ।
বৃহস্পতিবার (২৩’জুলাই) সকালের দিকে (আগত সেবা গ্রহিতাদের বসার জন্য) নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন।ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরমেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান, উপজেলা জাসদের সাধারন সম্পাদক এসএম আনছার আলী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ জালাল প্রমুখ ।
উল্লেখ্য, জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের এমপি হাসানুল হক ইনু’র বিশেষ বরাদ্দ (২০১৯-২০২০) অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের ২য় পর্যায়ের অর্থায়ণে এই গোলঘর নির্মাণ করা হচ্ছে।