কুষ্টিয়ার মিরপুর তালবাড়িয়া চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের উদ্যোগে কুষ্টিয়ার মাটি ও মানুষের নেতা, কুষ্টিয়ার উন্নয়নের রুপকার, দক্ষিণ পশ্চিম বঙ্গের সিংহ পুরুষ, আমাদের কুষ্টিয়ার অহংকার , বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাহাবুব-উল আলম হানিফ এমপি’র আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১৩’নভেম্বর) পবিত্র জুম্মার নামাজের পর অত্র ইউনিয়নের ২২ টি মসজিদে একযোগে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ইউনিয়নের ৯টি ওরার্ডের সদস্যরা নিজ নিজ এলাকায় জামে মসজিদে উপস্থিত মুসুল্লীদের নিয়ে প্রাণ প্রিয় নেতার জন্য দ্রুত সুস্থতা কামনার্থে এবং দীর্ঘ জীবন দানের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠিত হয় ।
এর আগে গতকাল জননেতা মাহাবুব-উল আলম হানিফ এমপি এক বার্তাতে পাঠিয়েছেন, যে তার অসুস্থতার সংবাদে দেশ বিদেশে অবস্থানরত আমার প্রানপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী , আত্নীয়-স্বজন , বন্ধু- বান্ধব সহ শুভাকাংখীরা ফোন করে খোঁজ নিয়েছেন। তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ।
বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি এখন সুস্থ আছেন। মহান আল্লাহ তায়ালা তাকে হেফাজত করুন ও দ্রুত সুস্থতা দান করুন আমিন।