কুষ্টিয়ার কৃতি সন্তান জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন করোনা আক্রান্ত হয়েছেন। দুই দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন।
নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন সাবেক এই অধিনায়ক । তিনি বলেছেন দুদিন থেকে জ্বর থাকায় পরীক্ষা করিয়েছি। পজিটিভ এসেছে।
তবে হাবিবুলের স্ত্রী ও সন্তানের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। করোনায় আক্রান্ত হাবিবুল বাশার নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক মুমিনুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ-মুমিনুল দু’জনই কোয়ারেন্টাইনে রয়েছেন।