কুষ্টিয়া শহরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে অপর এক কিশোর গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(১২’নভেম্বর) সকালে শহরের এস এস রোডস্থ কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সামনে এই ঘটনা ঘটে।
স্হানীয়রা উদ্ধার করে সাথে সাথেই মজমুরের হৃদয়(১৮) কে গুরুতর আহত অবস্হায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় আহত হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করা হয়েছে। কিশোর গ্যংয়ের দ্বন্দ্বের জেরে এ ছুরিকাঘাতের মতো ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ইতোমধ্যে পুলিশ ঘটনা স্হল থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।