০৯’নভেম্বর পাক হানাদার বাহীনির সাথে মুক্তিযোদ্ধাদের সন্মুখ যুদ্ধে ১১ জন মুক্তিযোদ্ধা নিহত হয় এবং ১৭/১৮ জন পাক সেনা নিহত হন । নিহত মুক্তিযোদ্ধাদের স্মরণে বুধবার (১১’নভেম্বর) বেলা ১১ টার সময় কুষ্টিয়ার কুমারখালী জিডি সামসুজ্জামান কলেজিয়েট স্কুল প্রাংগণে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্টিত হয় ।
আলোচানা সভায় মুক্তিযোদ্ধার সন্তান কামরুজ্জামান কামালের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী’র সভাপতিত্বে মূল আলোচক ছিলেন যুদ্ধোকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মহায়িম বাহার ।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আলোচনা সভার আয়োজক, এলাকার কৃতি সন্তান এ্যাড জয়দেব বিশ্বাস ।
আরো বক্তব্য রাখেন ,বীর মুক্তিযোদ্ধা সোলাইমান জোয়াদ্দার ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম , বীর মুক্তিযোদ্ধা নজরূল ইসলাম সহ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা ।
এসময় আরো উপস্থিত ছিলেন , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনসুর মজনু , ঘাস খাল যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন , বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক , বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন , জিডি সামসুজ্জামান কলেজিয়েট স্কুলের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীরা ।
কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার আহম্মদ আলী ।
দিবসটি যহাযথ মর্যাদার সাথে পালন করা হয় ।
প্রথমে শহীদদের স্মৃতি স্তম্ভে পুস্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য এ্যাড জয়দেব বিশ্বাস বলেন ,এখনও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি, সেই পরাজিত শক্তিরা এখনও দেশের স্বাধীন সার্বভৌম উন্নয়ন অগ্রগতি ,সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করার বিভিন্ন অপকৌশল চালিয়ে যাচ্ছে । এদের বিরুদ্ধে সাবাইকে সতর্ক সজাগ থাকতে হবে এবং এদের যে কোন মুল্যে নির্মূলের আন্দোলন ত্বরান্নিত করার আহবান জানান ।
এসময় ঘাস খালে সন্মূখ যুদ্ধে অংশগ্রহণ কারী মুক্তিযোদ্ধারা যুদ্ধের স্মৃতিচারণ করেন ।