বগুড়া জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট’র নির্দেশনা মোতাবেক সোমবার (০৯’নভেম্বর) মুজিববর্ষে ভূমিহীন এবং গৃহহীনদের সরকারি জমিতে গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনকল্পে সীমাবাড়ি ইউনিয়ন, ভবানীপুর ইউনিয়ন, বিশালপুর ইউনিয়ন এবং মির্জাপুর ইউনিয়নে সরেজমিন খাস জমি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ লিয়াকত আলী সেখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক ওয়ার্ড কমিটির আয়োজনে জনসাধারণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়াও অসহায়দের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির অনিয়ম রুখতে সরেজমিন মনিটরিং করা হয়।
উল্লেক্ষ্য,শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ লিয়াকত আলী সেখ শেরপুরবাসীর জন্য একের পর এক ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন ।