‘সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালি জাগো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে সংখালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার ,নির্যাতন ও অগ্নি সংযোগের বিরুদ্ধে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কুষ্টিয়াতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসুচী অনুযায়ী শনিবার (০৭’নভেম্বর) কুষ্টিয়ার এন এস রোডস্থ শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কূষ্টিয়া জেলা শাখার যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসুচী অনুযায়ী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সুধীর কুমার শর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নরেন্দ্র নাথ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস
কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজীত বিশ্বাস ,সহ-সভাপতি দুলাল দেবনাথ ,সহ-সভাপতি চিত্ত পাল , সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা পলাশ সান্নাল,কুষ্টিয়া সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জগৎ ঘোষ ,জেলা পূজা উদযাপন যুগ্ন সাধারন সম্পাদক নিলয় সরকার , বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, এ্যাডভোকেট শীলা বসু , পরিতোষ দাস , অসিত সিংহ রায় ,তুহিন চাকি, ভেড়ামারা পূজা উদযাপন কমিটির সভাপতি অমর কুন্ডু ,মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকেশ পাল ,দৌলতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল দাস,জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক সুজন কর্মকার সহ জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,অংগ সংগঠন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ।
এসময় কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস বলেন , ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কোন কোন গোষ্টি সহিংস ঘটনা ঘটিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চেষ্টা চালাচ্ছে । অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিদ্যমান শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়ন বাধা গ্রস্থ করতেই এমন ঘটনা ঘটিয়ে চলেছে ষড়যন্ত্রকারীরা ।
সভাপতির বক্তব্য প্রদান কালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সুধীর কুমার শর্মা বলেন, স্বাধীন দেশে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সংখালঘুদের উপর হামলা ও নির্যাতন চালিয়ে রাষ্ট্রের ভাবমুর্টি ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে । এসব ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার ,দৃষ্টান্তমূলক শাস্তি ও সংখালঘুদের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে ।