সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালি জাগো’ এই প্রতিপাদ্যকে সামনে মুরাদনগর পার্বতীপুর হিন্দু সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭’নভেম্বর) হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
পরে পাইলট হাই স্কুলের সামনে মানববন্ধনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক নিত্য গোপাল রায়, কেড়াগাছি হরিদাস ঠাকুর আশ্রমের সভাপতি কার্তিক চন্দ্র মিত্র, ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল ঘোষ, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সন্তোষ পাল, সদস্য লক্ষণ বিশ্বাস, পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম মাস্টার, মহিলা সম্পাদক পুতুল রানী শিকদার প্রমূখ।
বক্তারা বলেন, ফ্রান্সে মহানবী (সা.) কে অবমাননার সাথে বাংলাদেশের মানুষ কোনভাবেই জড়িত নয়৷ কিন্তু ঐ ঘটনার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে।
বক্তরা আরও বলেন, সরকারের সুনাম নষ্ট করার জন্য কোন কুচক্রি মহল এই জঘন্য ঘটনা ঘটিয়েছে । ওই কুচক্রি মহলের দিকে সকলের জিজ নিজ অবস্থান থেকে সদা সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান ।
বক্তারা বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল করেন ।
বিক্ষোভ মিছিলটি কলারোয়া বাজার উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে কলারোয়া বিশ্বাস মার্কেট এসে শেষ হয়।