সাতক্ষীরায় র্যাব-৬ এর বিশেষ অভিযানে ০১ কেজি গাঁজাসহ মোঃ মোহন গাজী (১৮ নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ।
আটককৃত মাদক ব্যবসয়ী মোঃ মোহন গাজী সাতক্ষীরা সদর থানার ঘোষপাড়া গ্রামের মোঃ মোকছেদ আলী ছেলে।
বুধবার (০৪’নভেম্বর) আনুমানিক ১৬.১০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার সদর থানাধীন সাতক্ষীরা পৌরসভাস্থ সঙ্গীতার মোড় এলাকা থেকে র্যাবের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদের নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল তাকে ০১ কেজি গাঁজা, ১টি মোবাইল এবং ০২ টি সিমকার্ডসহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা নং-০৯,তাং-০৪/১১/২০২০ইং রুজু করা হয়।