কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের করাদকান্দি গ্ৰামে কুষ্টিয়া- রাজবাড়ী মহা সড়কের পাশ থেকে আনুমানিক (৪০) বছর বয়সী এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৫’ নভেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত এই মহিলা কে দেখে অচেনা লাগছে।
কুমারখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হবে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।