মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে চলছে উত্তেজনার পারদ। তবে এরই মাঝে স্থানীয় পর্যায়ে দুই মুসলিম নারী বিজয়ী হয়েছেন।
দু’জনই দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয় লাভ করেছেন এবং তারা দু’জনই ডেমোক্র্যাট প্রার্থী।
৪১ বছর বয়সী ইলহান ওমর মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমালীয় বংশোদ্ভুত ইলহান নিজ জেলা মিনেসোটাতে বিপুল ভোটে জয়ী হয়েছেন। ৯৭ শতাংশ ভোটারের ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ল্যাসি জনসনকে হারিয়েছেন ইলহান ওমর। এর আগে ২০১৬ সালে মিনেসোটা রাজ্য সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
অন্যদিকে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব। মিশিগানের ১৩তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়েছেন রাশিদা। এই পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।