কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক পরিষদ কুমারখালী উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (০৩’ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার আবুল হোসেন তরুণ অডিটরিয়ামে আলোচনা সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক পরিষদ সভাপতি আকরাম হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আলহাজ্ব মোঃ সামসুজ্জামান অরুন মেয়র কুমারখালী পৌরসভা ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, বীরমুক্তিযোদ্ধা মুন্সী আহসান বরুন সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগ, শরিফ হোসেন অধ্যক্ষ কুমারখালী সরকারি কলেজ, বীরমুক্তিযোদ্ধা এ.টি.এম আবুল মুনছুর মজনু সভাপতি মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির ও মমতাজ বেগম সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সালাউদ্দিন খান তারেক শিলাইদহ ইউপি চেয়ারম্যান, শরিফুল আলম যদুবয়রা ইউপি চেয়ারম্যান, হারুনুর রশীদ হারুন কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র, ভুট্টো সভাপতি স্বেচ্ছাসেবকলীগ, ,কাউন্সিলর জুলফিকার আলী হিরো ৬ নং ওয়ার্ড, এস এম রফিক ৫নং ওয়ার্ড, রবিউল আউয়াল সহ-সভাপতি উপজেলা যুবলীগ, মোঃ নয়ন বিশ্বাস উপজেলা যুবলীগ সদস্য, ফরহাদ ইমরানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।