উদের হাতে বাঁশি নেই ক্যান
–আবির হোসেন নরিন
এততো মানুষ আসে
মোইর ছোট্ট জীবনে
খালি কষ্ট দিবার জন্যি
উদের হাতে বাঁশি নেই ক্যান ?
কোমড়ে ছুরি দেখি ক্যান ?
আমার মনের পিঁড়িতে
আপন কইরে বসবার দেই
ক্যামন সোন্দর করে বসে তারা
ম্যান কত পিঁড়িতির মানুষ উরা
তারপর চইলে যায়
ভুইলে যায় এককে বারে ।