সাতক্ষীরার কলারোয়াতে ‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’ প্রতিবাদ্য কে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (০১’নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা,সনদপত্র বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয় ।
উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) মৌসুমী জেরিন কান্তা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) আক্তার হোসেন ।
যুব উন্নয়ন অফিসার ইসমোতারা খাতুনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মেডিকেল অফিসার ডাঃ কাজী আশিক বাহার ,কে এম মনিরুজ্জামান, নির্মল কুমার প্রমুখ ।
অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল ইসলাম লাল্টু তার বক্তব্যে বলেন, হাজার হাজার যুবক প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছে। এজন্য আমাদের গুণগত প্রশিক্ষণের উপর আরও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণও ঋণের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে মুজিব বর্ষ উপলক্ষে গাছের চারা বিতরণ করেন সঞ্চালনা এর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।